অন্তর্বর্তী জামিন পেলে আবগারি নীতি দুর্নীতি সংক্রান্ত কোনও ফাইলে সই করবেন না দিল্লির মুখ্যমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা : গত ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। আবগারি নীতি দুর্নীতি মামলায় বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তিহাড় জেলে। কেজরীবাল গ্রেফতারির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। কিন্তু, তাঁর আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। তার পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনে প্রচারের জন্য কেজরীবালকে অন্তর্বর্তী জামিন দেওয়ার আবেদন জানানো হয়। শীর্ষ আদালত তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন নিয়ে মঙ্গলবারও কোনও সিদ্ধান্ত জানাল না। তবে শীর্ষ আদালত এদিন জানিয়েছে, যদি কেজরীবাল অন্তর্বর্তী জামিন পান, তা হলেও তিনি যেন কোনও সরকারি ফাইলে সই না করেন। সুপ্রিম কোর্ট এটাই চায়। বৃহস্পতিবার কিংবা আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি হতে পারে। শীর্ষ আদালতে ইডির আইনজীবী জানান, ৯ বার সমন পাঠানো হয়েছিল। কিন্তু, প্রত্যেকবার এড়িয়ে গিয়েছেন কেজরীবাল। তিনি যদি তদন্তে সহযোগিতা করতেন, তাহলে হয়তো তাঁকে গ্রেফতার করা হত না। বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, যদি নির্বাচন না থাকত, তবে অন্তর্বর্তী জামিনের কথাই উঠত না। বিচারপতিরা বলেন, অন্তর্বর্তী জামিন পেলেও তিনি যেন কোনও সরকারি ফাইলে সই না করেন, সেটাই চায় শীর্ষ আদালত। কেজরীবালের আইনজীবী জানান, অন্তর্বর্তী জামিন পেলে আবগারি নীতি দুর্নীতি সংক্রান্ত কোনও ফাইলে সই করবেন না দিল্লির মুখ্যমন্ত্রী।