ভারতের সঙ্গে ‘বন্ধুপ্রতিম সম্পর্ক’ রাখতে চায় বাংলাদেশের নয়া সরকার, তুললেন তিস্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা ভাবনার প্রসঙ্গ!
ঢাকা,জাকির হোসেন : হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে তিস্তার জলের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছিল। গত জুন মাসে বাংলাদেশে সফরের পর, ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল, জল বন্টনের বিষয়ে আলোচনার বদলে, তিস্তা নদীর সংস্কারের বিষয়ে কথা হয়েছে। ঠিক হয়েছিল, ভারত থেকে বিশেষজ্ঞদের একটি দল বাংলাদেশে গিয়ে সমীক্ষা চালাবে। তাদের রিপোর্ট অনুযায়ী দুই দেশ পরবর্তী পদক্ষেপ করবে। কিন্তু তারপর পরিস্থিতি অনেকটা পাল্টে গিয়েছে। বাংলাদেশে ঘটে গিয়েছে পালা বদল। এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে তিস্তা-সহ যে যে নদী বইছে , সেই সবগুলির উপর নিজেদের অধিকার ফলাতে তৎপর। বুধবার সকালে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও জল উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছেন, তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্ত নেব। তিস্তা পাড়ের মানুষদের মতামত নিয়েই এই বিষয়ে কাজ শুরু করা হবে।” তিনি এও জানান, ভারতের সঙ্গে ‘বন্ধুপ্রতিম সম্পর্ক’ রাখতে চায় বাংলাদেশের নয়া সরকার। কিন্তু, প্রয়োজনে তিস্তা নদীর জল বন্টনের বিষয়টি তারা আন্তর্জাতিক মহলে নিয়ে যাবেন।