"বাঘ সন্ধানে" পুরুলিয়ার পাহাড়ে এবার নতুন করে জাল পাতা,উদ্ধার তিনটি গরুর আধ খাওয়া দেহাংশ!
পুরুলিয়া, নিজস্ব প্রতিবেদন : কয়েকদিন আগেই পুরুলিয়ার রাহামদা গ্রাম সংলগ্ন ভাঁড়ারি পাহাড় জঙ্গলে বাঘিনি জিনাতকে উদ্ধার করে বনদফতর। ফেরত পাঠায় ঝাড়খণ্ডে। আর এবার নতুন বাঘের আতঙ্ক। গতকাল ওই একই এলাকায় পাওয়া গিয়েছে তিনটি মৃত গরুর দেহাংশ। একেবারে স্পষ্ট বাঘের পায়ের থাবার ছাপ। আর তাতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা যায়, গত সোমবার থেকে স্থানীয় গ্রামবাসী নির্মল প্রামাণিকের গরুগুলি নিখোঁজ ছিল কয়েক দিন এরপর মৃত তিনটি গরুর আধ খাওয়া দেহাংশ উদ্ধার হয়েছে। তাই ভাঁড়ারি পাহাড় জঙ্গলকে ঘেরা হচ্ছে জাল দিয়ে। গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক কাজ করলেও বনদফতর সর্বদা সচেতন চেষ্টার কোনো ত্রুটি রাখতে চাইছেনা। সত্যিই কি বাঘ না অন্য কোনো হ্রিংস প্রাণী ? সেই দিকটিও ভাবাচ্ছে!