খড়গপুরে আইআইটি ফের এক সন্দেহজনক মৃত্যু পড়ুয়ার !

নিজস্ব সংবাদদাতা: আইআইটি খড়গপুরে আবারও সন্দেহজনক পরিস্থিতিতে এক ছাত্রের মৃত্যু হয়েছে। ২১শে জুলাই সোমবার রাতে মধ্যপ্রদেশের ছিন্দোয়াড়ার বাসিন্দা চন্দ্রদীপ পাওয়ারের (১৯) মৃতদেহ কক্ষ থেকে পাওয়া গেছে। জানা গেছে যে ওষুধ শ্বাসনালীতে আটকে থাকার কারণেই এই মৃত্যু হয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি। নেহেরু হলে থাকতেন। বাড়ি মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায়। মঙ্গলবার মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। খবর দেওয়া হয় পুলিশে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে খাওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছিলেন চন্দ্রদ্বীপ। সেই সময় কোনও কারণে শ্বাসনালীতে ওষুধ আটকে যায়। শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাঁকে আইআইটি খড়গপুরের বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা চিকিৎসা শুরু করলেও শেষ রক্ষা হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আইআইটি খড়গপুরে ছাত্রদের সন্দেহজনক মৃত্যু ঘটনা কিছুতেই থামছে না। কিছুদিন আগেই চতুর্থ বর্ষের এক ছাত্রের রহস্য মৃত্যু ঘিরে ফের আলোচনায় দেশের অন্যতম সেরা এই প্রযুক্তি প্রতিষ্ঠান। একের পর এক ছাত্রমৃত্যুর ঘটনার প্রেক্ষিতে এবার মানসিক চাপ কমাতে বিশেষ উদ্যোগ নিচ্ছে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ।