খড়্গপুর আইআইটিতে পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় উঠছে প্রশ্ন,পড়াশোনার চাপ নাকি অন্য কারণ?

নিজস্ব প্রতিবেদন : ফের খড়গপুর আইআইটির পড়ুয়ার রহস্য মৃত্যু। গতকাল, রবিবার রাতে খড়্গপুর আইআইটির হস্টেল থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর নাম অনিকেত ওয়ালকার। ওশেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নোভেল আর্কিটেকচার বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন তিনি। হস্টেলের জগদীশচন্দ্র বসু হলের সি ২১৪ নম্বর রুমে থাকতেন। তাঁর বাড়ি মহারাষ্ট্রে। এমনটাই জানিয়েছে পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন আত্মহত্যা, নাকি IIT পড়ুয়ার মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য আছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর কারণ নিয়ে স্পষ্টভাবে এখনও কিছুই জানায়নি আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ। ১০ মাসের মধ্যে খড়গপুর আইআইটির ক্যাম্পাসে চতুর্থ বর্ষের শিক্ষার্থীর মৃত্যু, যা তাদের মানসিক স্বাস্থ্য এবং ইনস্টিটিউটের স্পষ্টতই উদ্বেগের অভাব নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।