আইআইটি খড়গপুর ক্যাম্পাসে তৃতীয় বর্ষের ছাত্রের মৃতদেহ, প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : খড়গপুর আইআইটি ক্যাম্পাসে সরোজিনী নাইডু ও ইন্দিরা গান্ধী নামে দুটি মহিলা হস্টেলের সংযোগকারী ছাদ থেকে উদ্ধার করা হয়েছে সেই ছাত্রীর ঝুলন্ত দেহ। ওই ছাত্রীর নাম দেবিকা পিল্লাই। বয়স ২১ বছর। বি-টেক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে খড়গপুরের জাগরণ মঞ্চ ও স্থায়ী বাসিন্দারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। প্রতিকার ব্যবস্থার অযোগ্যতা, প্রতিনিধিত্ব এবং প্রশাসনের কাছে জবাব দিহি দাবি করে।