আইআইটি খড়গপুরে এক ছাত্রের সন্দেহজনক মৃত্যু!

নিজস্ব সংবাদদাতা : আবার আইআইটি খড়্গপুরে এক পড়ুয়ার রহস্যমৃত্যু সামনে এল। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত আইআইটি খড়গপুরে সন্দেহজনক মৃত্যু। রবিবার মাঝরাতে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। খড়্গপুর টাউন থানার পুলিশ এই মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। মহারাষ্ট্রের ছেলেটি খড়গপুরে পড়তে এসেছিল। মেধাবী এই ছাত্র খুব কম কথা বলতেন। তবে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতেন। সেখানে কেমন করে এই ঘটনা ঘটল?‌ তা নিয়ে আজ, সোমবার প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ছাত্রের দেহটি উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের পরে দেহ হস্তান্তর করা হবে। এই মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি। পুলিশ ও আইআইটি সূত্রে জানা গেছে, মৃত ছাত্রের নাম অনিকেত ওয়াকার। তিনি ওশান ইঞ্জিনিয়ারিং এবং নভেল আর্কিটেকচার বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তিনি আইআইটি খড়গপুরের জগদীশ চন্দ্র বসু হলে থাকতেন। সেই হলের C-214 কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে যে ঘটনার কারণ অনুসন্ধান শুরু করা হয়েছে। পড়াশোনার চাপের কারণে নাকি মানসিক অবসাদের কারণে ওই ছাত্র আত্মহত্যা করেছে তাও খতিয়ে দেখা হচ্ছে।