খড়গপুর কলেজ জমিতে বেআইনি অবৈধ নির্মাণ প্রতিবাদ!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : খড়গপুরের অন্যতম গর্ব করার মত প্রতিষ্ঠান হল খড়গপুর কলেজ। প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত প্রায় লক্ষাধীক ছাত্র এই কলেজ থেকে স্নাতক হয়েছেন এবং নিজ নিজ জীবনে প্রতিষ্ঠা পেয়েছেন। কবি জীবনানন্দ দাসের নামের সঙ্গে স্মৃতি বিজড়িত এই কলেজটি জলন্ত সমস্যার মধ্যে রয়েছে। কলেজের ২০.৫৮ একর জমি রয়েছে, এর মধ্যে ১৩.৪০ একর জমি দান হিসাবে কলেজ পেয়েছে এবং পরবর্তীকালে ৭.১৮ একর জমি সরকারী ভাবে অধিগ্রহন করা হয়েছে। অত্যান্ত গভীর উদ্বেগের বিষয় কলেজ খেলার মাঠের উত্তর ও পূর্ব দিকে বিস্তৃত এলাকা দখল হয়ে গেছে। এমনকি কলেজের দেওয়া পাঁচিল ভেঙে দিয়ে সেইজায়গা সম্পূর্ণ অবৈধ ভাবে দখল করে নেওয়া হয়েছে। কলেজের সামনের রাস্তার ধারের নয়নজুলি দখল করে গড়ে উঠেছে কংক্রিকেটের অট্টালিকা, যেগুলি কলেজকে সম্পূর্ণ আড়াল করে দিয়েছে। কলেজের বেদখল জায়গা উদ্ধার সহ নতুন করে যাতে আর জায়গা দখল না হয় সেইকারণে আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কাম্য।

আমরা ইতিমধ্যেই খড়গপুর A.D.M, S.D.O, B.L.R.O, S.D.L.R.O, P.W.D কে এই বিষয়ে যথাযথ ভাবে সমস্ত কিছু জানিয়েছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নিকটেও আমরা এই সমস্যার কথা জানিয়েছি। B.L.R.O Team ইতিমধ্যেই কলেজে এই বিষয়ে উপস্থিত হয়ে অবস্থার পর্যবেক্ষণ করে গেছেন। আমরা কলেজের এই অবৈধ দখলদারী মুক্ত করতে অঙ্গীকার বদ্ধ। আমরা রাজ্য ও কেন্দ্রীয় সরকার উভয়ের কাছেই আবেদন রাখছি যে খড়গপুর কলেজের অবৈধ দখল হওয়া জায়গা উদ্ধার করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।