আনন্দপুরে বাজার থেকে উদ্ধার প্রচুর বাজেয়াপ্ত শব্দবাজি নষ্ট করলো পুলিশ!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর আনন্দপুর থানার পুলিশ,কালীপুজোর সময় বাজার থেকে বিপুল পরিমাণ শব্দ বাজি উদ্ধার করেছিল।বুধবার বাজেয়াপ্ত করা শব্দবাজি নষ্ট করে দেওয়া হলো। বিগত বেশ কিছু বছর ধরে শব্দবাজি পোড়ানো আইনত নিষিদ্ধ। কিন্তু তবুও চোরাই ভাবে বাজারে শব্দবাজি বিক্রি হত তাই কালী পূজার সময় আনন্দপুর থানার এলাকার বিভিন্ন জায়গায় পুলিশি অভিযানে শব্দ বাজি উদ্ধার করে আনন্দপুর থানার পুলিশ। এদিন সেই বাজি নষ্ট করে দেওয়া হল, উপস্থিত ছিলেন পুলিশের আধিকারিক ও বম্ব স্কট সঙ্গে ছিল ফায়ার ব্রিগেড। মূলত এ বছর শব্দ বাজে নিয়ে কঠোর হয়েছিল প্রশাসন। এলাকায় মাইকের মাধ্যমে সচেতনতা প্রচার করা হয়। তাই কালী পূজার সময় শব্দ বাজির দৌরাত্ম রুখতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই বাজি বাজেয়াপ্ত করা হয়েছিল।

দেশের প্রতিটি রাজ্যের সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল বেরিয়াম সল্ট ব্যবহার করা হয় এমন বাজিকে নিষিদ্ধ করা হচ্ছে। সেই আদালতের তরফে একথা বলা হয়েছিল যে পরিবেশ দূষণ রোধ করা শুধুমাত্র আদালতের দায়িত্ব নয়। এটা সকলের দায়িত্ব। বিচার ব্যবস্থার পাশাপাশি প্রশাসন ও জনগণকেও এই বিষয়ে সচেতন থাকতে হবে। যদিও আদালতের এই নির্দেশ পরেও প্রতিবছরই লক্ষ লক্ষ টাকার শব্দবাজি পোড়ানো হয় কালীপুজো সহ বিভিন্ন উৎসবের সময়। গ্রামগঞ্জের পাশাপাশি শহরগুলিই এগিয়ে থাকে এই বিষয়ে।