গড়বেতা থানার ধাদিকা এলাকায় প্রায় ২৫ টি হাতির দলের তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিঘার পর বিঘা!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ধাদিকা এলাকায় প্রায় ২৫ টি হাতির দলের তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিঘার পর বিঘা জমির আলু চাষ। তাই গ্রামবাসিরা বলেন বন দফতর বছরের বেশিরভাগ সময় একই রুটে হাতিগুলো ড্রাইভ করে নিয়ে যায় জমির ওপর দিয়ে ফলে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ, ক্ষতি হচ্ছে ফসলের। কিন্তু সঠিকভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। তাই ওই হাতির দলকে অন্যত্র সরানোর দাবিতে এবং ফসলের প্রকৃত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে রবিবার বন দফতরের রূপনারায়ণ বিভাগের অন্তর্গত গড়বেতা রেঞ্জের অধীন ধাদিকা বিট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় ওই এলাকার বাসিন্দারা।তারই ক্ষতিপূরণের দাবি নিয়ে এই দিন সকাল ১১ টা থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় চাষীরা। সেই সঙ্গে একই দাবিতে সামিল ৬০ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। যার ফলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখানোর ফলে ৬০ নম্বর জাতীয় সড়কে সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যার ফলে সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা।