প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা!

আফগানিস্তান: ৫৬
দক্ষিণ আফ্রিকা: ৬০-১
দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী।

সেমিফাইনালে এসে সেই স্বপ্নের উড়ান বাস্তবের রুক্ষ মাটিতে আছড়ে পড়ল।রশিদেরা মাঠে এলেন, খেললেন, কিন্তু জিততে পারলেন না। আফগানিস্তান শেষ হয়ে যায় ৫৬ রানে। দক্ষিণ আফ্রিকা সেই রান তুলে নেয় ৮.৫ ওভারে। ৯ উইকেটে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়ারা।মাত্র ৮ ওভার ৫ বলে ১ উইকেট খুইয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে টি-টোয়েন্টি মিলিয়ে সাতবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও প্রতিবারই যন্ত্রণায় পুড়তে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।  ফাইনালে উঠতে না পারায় চোকার্স তকমাও জুটেছে তাদের। এবার সব চাপা দিলেন মার্করামরা। দঃ আফ্রিকা, কিন্তু কিছুটা লজ্জাজনকভাবেই একবারও তাঁরা উঠতে পারেনি ফাইনালে। কিছুটা দুর্ভাগ্য এক্ষেত্রে তাঁদের তাড়া করে বেরিয়েছে তা বলাই যায়। অবশেষে ২০২৪ সালে এসে সেই ফাঁড়া কাটাল দক্ষিণ আফ্রিকাদের।