ডেবরা ব্লকের বালিচক রেল গেটের ওপর তৈরি হওয়া অসম্পূর্ণ ফ্লাই ওভার পরিদর্শনে বিধায়ক ড: হুমায়ুন কবীর!
নিজস্ব সংবাদদাতা : নিত্যদিন বেড়েই চলেছে সমস্যা। রেলগেটের উপর ওভারব্রিজ না হওয়াতে, যাতায়াতের পথে যেমন দীর্ঘ সময় লাগছে, তেমনি মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচানো দুঃসাধ্য হয়ে উড়ছে রোগীর পরিজনদের।
রেলগেটে আটকে পড়ছে অ্যাম্বুলেন্স সহ নিত্যদিনের যানবাহন। রেলগেটের জন্যে কখনও বিদ্যালয় পৌঁছতে দেরি, আবার কখনও নানা কাজে দেরি হচ্ছে জনসাধারণের।
রবিবার ১২অক্টোবর ডেবরা ব্লকের বালিচক রেল গেটের ওপর তৈরি হওয়া অসম্পূর্ণ ফ্লাই ওভার পরিদর্শনে যান ডেবরার বিধায়ক ড: হুমায়ুন কবীর।পাশাপাশি বিধায়ক লক্ষ্য করেন বর্তমানে কাজ বন্ধ রয়েছে। আর এতেই কজের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক হুমায়ুন কবীর।
কোন কোন জায়গায় এখনও পর্যন্ত সমস্যা রয়েছে, সেই গুলি নিয়ে ফটো কপি সহ জেলাশাসককে আবেদন করবেন, যাতে দ্রুত ফ্লাই ওভাররে কাজ সম্পূর্ণ করা যায়। প্রতিদিনই এই গেট দিয়ে যাতায়াত করেন বহু মানুষ। তবে সে আশা কার্যত আশাই রয়েছে।