সৌজন্য নয়, শক্তির প্রদর্শন! অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানকে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া!

নিজস্ব সংবাদদাতা : দাদাদের পথেই শুধু বিতর্ক নয়, মাঠের লড়াইয়েও পাকিস্তানের উপর দাপট দেখাল ভারতের ছোটরা। পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫-এ রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৯০ রানে উড়িয়ে দিল ভারতীয় দল। দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে কার্যত একতরফা এই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বজায় রাখে টিম ইন্ডিয়া। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল ৪৬.১ ওভারে ২৪০ রানে অলআউট হয়ে যায়। স্কোর খুব বড় না হলেও, বোলারদের আগ্রাসনে সেই রান পাহাড়সমান হয়ে ওঠে পাকিস্তানের কাছে। জবাবে ৪১.২ ওভারে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। পাকিস্তানের ইনিংসের শুরুটাই ভেঙে দেন ভারতীয় বোলাররা। মাত্র ৩০ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। এরপর অধিনায়ক ফারহান ইউসাফ ও হুজাইফা আহসান কিছুটা লড়াই করার চেষ্টা করেন। ফারহান করেন ২৩ রান, একমাত্র প্রতিরোধ গড়েন হুজাইফা আহসান—তাঁর ব্যাট থেকে আসে ৭০ রান। ওপেনার উসমান খান করেন ১৬ রান। কিন্তু এই তিনজন ছাড়া আর কোনও পাক ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। ভারতীয় বোলিং আক্রমণ ছিল নিখুঁত ও নিষ্ঠুর। দীপেশ দেবেন্দ্রন সাত ওভারে মাত্র ১৬ রান দিয়ে তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। কনিষ্ক চৌহান ১০ ওভারে এক মেডেন-সহ ৩৩ রান দিয়ে নেন তিন উইকেট। কিষান কুমার সিং ৭.২ ওভারে এক মেডেন-সহ ৩৩ রান দিয়ে পান দু’টি উইকেট। খিলান প্যাটেল আট ওভারে একটি মেডেন-সহ ৩৩ রান দিয়ে একটি উইকেট নেন। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে নজর কাড়েন বৈভব সূর্যবংশী—এক ওভারে ৬ রান দিয়ে নেন একটি উইকেট।

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচের আগে টসের সময় করমর্দন করলেন না ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে। পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ফারহান ইউসুফের সঙ্গে সৌজন্য বিনিময় না করায় মুহূর্তের মধ্যেই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। ম্যাচ শুরুর আগে টসের সময় দুই অধিনায়ক পাশাপাশি দাঁড়ালেও আয়ুষ মাত্রে করমর্দনের দিকে হাত বাড়াননি। ফারহান ইউসুফও বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি। দু’পক্ষই নিজেদের মতো করে টস প্রক্রিয়া সম্পন্ন করে মাঠ ছাড়েন। তবে এই ছোট্ট মুহূর্তই সামাজিক মাধ্যমে ঝড় তোলে।