মহারাষ্ট্রে ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়ে প্রার্থীর মৃত্যু !
নিজস্ব সংবাদদাতা : মহারাষ্ট্রে বুধবার নিয়ম মেনে চলছিল বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তারই ম্যাচে ঘটে অঘটন। বালাসাহেব শিন্ডে নামে এক নির্দল প্রার্থী। যিনি লড়ছিলেন বিধানসভা নির্বাচনে। দুপুরে নিজের বুথ ছত্রপতি শাহু বিদ্যালয়ে বুথে গিয়ে ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়েছিলেন। আচমকা পড়ে যান ও সংজ্ঞা হারিয়ে পড়েন। উপস্থিত নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরা ও লোকজন তাঁকে ধরাধরি করে এবং হাসপাতালে পাঠান। প্রথমে নিয়ে যাওয়া হয় মহারাষ্ট্রের স্থানীয় বীড়ের কাকু নানা হাসপাতালে। পরে অবস্থা জটিল দেখে পাঠানো হয় ছত্রপতি সম্ভাজীনগর হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, ভোটগ্রহণ চলাকালীন যদি কোনও প্রার্থীর মৃত্যু হয় সংশ্লিষ্ট আসনের ভোট পিছিয়ে দেওয়া যেতে পারে যা,১৯৫১ সালের জনপ্রতিনিধি আইনের ৫২ নম্বর ধারা অনুযায়ী। তবে এখন এই বিষয়ে কি করা হবে তা এখনও স্পষ্ট নয়।