প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর ইস্পাত কারখানার জায়গা বদল!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি নয়, কারখানা তৈরি হবে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায়। এমনটাই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মাস চারেকের মধ্যেই কারখানা তৈরির কাজ শুরু হবে বলে জানালেন তিনি।পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর পরিবর্তে গড়বেতায় সেই কারখানা হবে বলে জানালেন তিনি। রবিবার কলকাতার একটি অনুষ্ঠান থেকে নিজের মুখে এমনটাই জানিয়েছেন মহারাজ। উল্লেখ্য, স্পেন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। সেখান থেকেই তিনি ঘোষণা করেছিলেন পশ্চিম মেদিনীপুরের শালবনীতে একটি ইস্পাত কারখানা করবেন।সৌরভ এদিন বলেন, “অনেকেই জানেন না এটা আমার দ্বিতীয় ইস্পাত কারখানা।” সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন বলেন, তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন যে বাংলার বুকে কারখানা করতে চান। তাতে খানিকটা অবাক হয়েছিলেন তিনি।