মোদি-পুতিন শীর্ষ বৈঠক!

নিজস্ব সংবাদদাতা :  রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২ দিনের সফরে দিল্লিতে এসে পৌঁছেছেন। ৪ঠা ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দিল্লিতে নামেন। আজ, ৫ই ডিসেম্বর শুক্রবার তাঁর সফরের মূল পর্ব শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বহু প্রতীক্ষিত শীর্ষ বৈঠক এবং গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ‘বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব’ আরও মজবুত করার লক্ষ্য নিয়েছে দুই দেশ।পশ্চিমি দেশগুলোর চাপ এবং ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি এবং বাণিজ্যের মতো ঐতিহ্যবাহী ক্ষেত্রগুলিতে সহযোগিতা নিরবচ্ছিন্নভাবে চলছে।

প্রসঙ্গত, সাধারণত কোনও রাষ্ট্রনেতা এদেশে এলে তাঁকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির থাকেন বিদেশমন্ত্রকের কোনও উচ্চপদস্থ প্রতিনিধি।

কিন্তু ‘বন্ধু’ পুতিনের জন্য প্রোটোকল ভেঙে নিজেই বিমানবন্দরে চলে আসেন মোদি। এখানেই শেষ নয়। সাধারণত দুই রাষ্ট্রনেতার ভিন্ন গাড়িতেই যাওয়ার কথা। এক্ষেত্রেও দেখা গেল ব্যতিক্রম। নিজের গাড়িতেই পুতিনকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশে রওনা দিলেন মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমি খুশি যে আমরা শীঘ্রই রাশিয়ান নাগরিকদের জন্য ই-ট্যুরিস্ট ভিসা এবং গ্রুপ ট্যুরিস্ট ভিসা পরিষেবা চালু করব। এটা ৩০ দিনের মধ্যে প্রক্রিয়া করা হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে হবে।প্রেসিডেন্ট পুতিন, রাশিয়ান প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী মোদি এবং ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি মোদির সঙ্গে তাঁর "ঘনিষ্ঠ কর্মসংস্থানমুখী সংলাপ" এবং দ্বিপাক্ষিক এজেন্ডার উপর তাঁদের অব্যাহত তদারকির কথা তুলে ধরেন।