নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ করার সুযোগ আপনার সামনে?

 নিজস্ব সংবাদদাতা :প্রধানমন্ত্রীর ফোন নম্বর খুঁজছেন? নিজেই জানিয়ে দিলেন নরেন্দ্র মোদী! BJP নেতা-কর্মীদের মতে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে রকেট গতিতে এগোচ্ছে দেশের উন্নয়ন। লোকসভা ভোটের প্রচারে তাঁকে দেখতে মানুষের ঢল নামছে নিত্যদিনই। তৃতীয়বারের জন্য তিনিই যে আবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন, এ নিয়েও আত্মবিশ্বাসী খোদ নরেন্দ্র মোদী। এ হেন ক্ষমতাবান ব্যক্তিত্ব সম্পর্কে মানুষের আগ্রহের শেষ নেই। তাঁর সঙ্গে যোগাযোগের মাধ্যমে সম্পর্কে জানতে উৎসক সকলেই।তবে আপনি চাইলেই নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। পরামর্শ দিতে পারেন দেশ চালানোর বিষয়ে। এমনকী চাইলে অভিযোগও জানতে পারেন যে কারও বিরুদ্ধে। সে সুযোগও রয়েছে। তবে যেহেতু প্রধানমন্ত্রীর SPG সুরক্ষা রয়েছে, তাই তাঁর সম্পর্কে খুব বেশি তথ্য ভাগ করা হয় না। মোদীর ব্যক্তিগত মোবাইল নম্বরও কাউকে জানানো হয় না। প্রধানমন্ত্রী মোদী উন্নত প্রযুক্তির মোবাইল ব্যবহার করেন। কিন্তু, তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকাশ করা হয় না। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দফতরে ল্যান্ডলাইন নম্বরে অভিযোগ জানাতে পারেন নাগরিকরা।
নরেন্দ্র মোদীর মোবাইল নম্বর ৮৯৮০৮০৯২২৪। তাঁর ইমেল আইডি narendramodi@narendramodi.in

প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের নানা


প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিকানা- সাউথ ব্লক, রাইসিনা হিল, নিউ দিল্লি-১১০০১১

ফোন +৯১-১১-২৩০১২৩১২

ফ্যাক্স: +৯১-১১-২৩০১৯৫৪৫, ২৩০১৬৮৫৭

ফেসবুক: https://www.facebook.com/narendramodi

এক্স হ্যান্ডেল https://twitter.com/narendramodi

কেউ সরাসরি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে https://www.pmindia.gov.in/hi/ এ কথা বলতে পারেন।

ইউটিউব চ্যানেল https://www.youtube.com/@NarendraModil

ইনস্টাগ্রাম https://www.instagram.com/narendramodi/

লিঙ্কডইন: https://in.linkedin.com/in/narendramodi


প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানোও সুযোগ রয়েছে।নরেন্দ্র মোদী তিনি বারাণসী কেন্দ্র থেকে তৃতীয়বার জেতার লক্ষ্যে মনোনয়ন জমা করলেন। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসা নিয়ে এবারও আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী।