ষষ্ট-তম ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল শেষ হলো কুয়ালালামপুর মালয়শিয়াতে!
নিজস্ব সংবাদদাতা : থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে কুয়ালালামপুর মালয়শিয়াতে ষষ্ট-তম আন্তর্জাতিক চিত্রশিল্প প্রদর্শনী ও ওয়ার্কশপ শেষ হলো। ভারত রঙ, বৈচিত্র্য এবং সংস্কৃতির দেশ স্থানীয় শিল্প ও ঐতিহ্যের পরিপূর্ণ । তাই নিয়ে ষষ্ট-তম ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল শেষ হলো কুয়ালালামপুর মালয়শিয়াতে কেপিজে মিনারা বিল্ডিং-এ। ভারতীয় শিল্পী ও থার্ড আই আর্টিস গ্রুপের সেক্রেটারি সোমনাথ বিশ্বাস ও থার্ড আই আর্টিস গ্রুপের উদ্যোগে এই আর্ট ফেস্টিভ্যাল সম্পূন হলো । বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি ডি কে সাগর ওয়ার্কশপের উদ্বোধন করবেন। ৬ জন মালয়েশিয়ার শিল্পী ও ৬ জন ভারতীয় শিল্পীদের কঠিন পরিশ্রমের ফলে এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হয়। সবাই কে সার্টিফিকেট ও স্মারক প্রদান করা হয়।প্রায় ৬০টা ছবি এই অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছে।ভারতীয় শিল্পীদের মধ্যে ছিলেন সোমনাথ বিশ্বাস,জগজিৎ সিং, আশীষ সরকার,বাবলু বসাক,পূর্ণেন্দু বিকাশ মন্ডল,তাপিস গুপ্ত আর মালয়েশিয়া শিল্পীদের মধ্যে ছিলেন ললিতা পিলেই,লিম আঙ্গুর,আমি সুহানা, রাভিন প্রমুখ। এই প্রদর্শনীতে প্রচুর লোকের সমাগম হয় এবং ছবির প্রশংসা করেন।শিল্পীরা বিভিন্ন ধরনের ছবি আঁকেন এবং কালচারের আদানপ্রদান ঘটে।ভারত থেকে সোমনাথ বিশ্বাস,আশীষ সরকার, পূর্ণেন্দু বিকাশ মন্ডল,তাপিস গুপ্তা ও বাবলু বসাক শিল্পীরা ছবি আঁকেন ।শিল্পী সোমনাথ বিশ্বাসের কিছু ছবি বিক্রি হয় ও ছবির প্রসংশা করেন মালয়শিয়ার লোকজন।তারা এই ধরনের প্রোগ্রামে আসতে পারে খুব খুশি এবং ভবিষ্যতে এই ধরনের এক্সিবিশন এ অংশ গ্রহণ করতে চায়।