পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নিল ভারত!
নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁও হামলার পরেই কড়া পদক্ষেপ ভারত সরকারের। সাফ জানিয়ে দেওয়া হল, ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের। বেঁধে দেওয়া হল সময়। মঙ্গলবারের ভয়াবহ জঙ্গি হামলার পরেই, বুধবার দেশে ফিরে পরপর বৈঠকে বসেন দেশের প্রধানমন্ত্রী। বুধবার সন্ধেয় তাঁর বাসভবনে প্রায় দু' ঘণ্টার বেশি সময় ধরে চলে উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠক শেষে বিদেশ মন্ত্রক জানিয়ে দেয়, একগুচ্ছ কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেছেন ভারত সরকারের পক্ষ থেকে একগুচ্ছ পদক্ষেপ:
১)সিন্ধু জল চুক্তি স্থগিত – ভারত পাকিস্তানের সঙ্গে জল-বণ্টন চুক্তি স্থগিত করেছে।
২)ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ পঞ্জাব সীমান্তে দু'দেশের মধ্যে পারাপার সম্পূর্ণ বন্ধ করা হয়েছে ।
৩)পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ – MEA সমস্ত পাকিস্তানি নাগরিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে। তাহলে তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছেড়ে চলে যেতে হবে।
৪)কূটনৈতিক কর্মী সংখ্যা ৫০% কমানো – উভয় দেশ তাদের দূতাবাসের কর্মী সংখ্যা অর্ধেক করবে।
৫)পাকিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য স্থগিত – পাকিস্তানের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করা হয়েছে।