মরণ-বাঁচন ম্যাচে প্রথমে ব্যাট ভারত! সেমিফাইনালে টিকে থাকতে নিউজিল্যান্ডকে হারানোই লক্ষ্য হরমনপ্রীতদের!

নিজস্ব সংবাদদাতা : বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে নামছে হরমনপ্রীত কৌর নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামছে ভারত। কিউই অধিনায়ক সোফি ডিভাইন টস জিতে ভারতের হাতে তুলে দিয়েছেন ব্যাটিংয়ের দায়িত্ব। এই ম্যাচটি ভারতের জন্য কার্যত ‘মরণ-বাঁচন’ লড়াই। আগের কয়েকটি ম্যাচে অপ্রত্যাশিত হারের পর সেমিফাইনালে যাওয়ার অঙ্ক এখন জটিল হয়ে উঠেছে। তাই ম্যাচে জয় ছাড়া অন্য কোনও রাস্তা খোলা নেই হরমনপ্রীতদের সামনে। বাকি দু’টি ম্যাচ জিতলেই সরাসরি তারা সেমিফাইনালে চলে যাবে। ভারত যদি নিউজিল্যান্ডের কাছে হারে এবং বাংলাদেশকে হারায়, তা হলে দেখতে হবে যাতে ইংল্যান্ড হারিয়ে দেয় নিউজিল্যান্ডকে। এ ক্ষেত্রে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের মাঝেই বিশ্বকাপ-ভাগ্য জেনে যাবে ভারত। কারণ নিউজিল্যান্ডের খেলা আগামী রবিবার সকালে রয়েছে। ভারতের ম্যাচ দুপুরে। 

ভারতীয় দলে একটিই বদল। জেমাইমা রদ্রিগেজ় এই ম্যাচে দলে ফিরেছেন। বাদ পড়েছেন আমনজ্যোত কৌর। আগের ম্যাচের দলে আর কোনও বদল হয়নি। নিউজিল্যান্ড এই ম্যাচে দলে কোনও পরিবর্তন করেনি। ভারতীয় শিবিরে আত্মবিশ্বাসের ঘাটতি নেই, তবে ব্যাটিং বিভাগের ধারাবাহিকতা নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরদের আজ বড় ইনিংস খেলতেই হবে। পাশাপাশি বোলিং আক্রমণে রেনুকা সিং ও দীপ্তি শর্মাদের দায়িত্ব থাকবে প্রতিপক্ষের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে চাপে রাখা। তবে ভারতীয় দল এর আগে একাধিকবার প্রমাণ করেছে তারা কঠিন পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াতে জানে। আজকের ম্যাচের ফলই নির্ধারণ করবে ভারতের সেমিফাইনাল ভাগ্য। দেশজুড়ে সমর্থকরা এখন চোখ রেখেছেন এই ‘ডু অর ডাই’ ম্যাচে—হরমনপ্রীতরা কি পারবে ঘুরে দাঁড়াতে?