রোহিতেরা বিশ্বকাপ জেতার দু’দিন পর সেই দক্ষিণ আফ্রিকাকেই ১০ উইকেটে হারালেন ভারতের মেয়েরা!
নিজস্ব সংবাদদাতা : ভারতের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ইনিংস হার এড়িয়ে যেতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল। অবশ্য শেষ দিনে মরিয়া লড়াই চালিয়েও ম্যাচ বাঁচাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। হরমনপ্রীতরা সিরিজের একমাত্র টেস্টে জয় তুলে নেন ১০ উইকেটের বড় ব্যবধানে।টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা ৬ উইকেটে ৬০৩ রানের রেকর্ড ইনিংস গড়ে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। মেয়েদের টেস্টে এটিই সব থেকে বেশি রানের দলগত ইনিংসের বিশ্বরেকর্ড। শেফালি বর্মা ২০৫, স্মৃতি মন্ধনা ১৪৯, জেমিমা রডরিগেজ ৫৫, হরমনপ্রীত কৌর ৬৯ ও রিচা ঘোষ ৮৬ রান করেন।দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে ১৪১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন ডেলমি টাকার। ১টি করে উইকেট সংগ্রহ করেন নাদিন ডি'ক্লার্ক, টুমি সেখুখুন ও ননকুলুলেকো ম্লাবা। উইকেট পাননি মাসাবাতা ক্লাস, অ্যানেরি ও সুন লাস।জয়ের জন্য শেষ ইনিংসে ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৭ রানের। হাতে ছিল ২৮ ওভার। ভারত ৯.২ ওভারে কোনও উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শেফালি বর্মা ২৪ ও শুভা সতীশ ১৩ রানে নট-আউট থাকেন। ম্যাচের সেরা হন স্নেহ রানা।