Big Breaking : রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামে ভারতের ড্রোন হামলা!

নিজস্ব সংবাদাতা : ভারতের ১৫টি শহরের সেনা ছাউনিকে টার্গেট পাকিস্তানের! সূত্রের খবর অনুসারে পাকিস্তানের হামলার চেষ্টা ব্যর্থ করল ভারত।এবার রাওয়ালপিণ্ডিতে ড্রোন আক্রমণ। আজ রাতে রাওয়ালপিণ্ডিতে ক্রিকেট ম্যাচ হওয়ার কথা ছিল। ক্রিকেট স্টেডিয়ামের সামনেই আছড়ে পড়েছে ড্রোন। রাওয়ালপিণ্ডিতে রয়েছে পাক সেনার সদর দফতর। পাকিস্তানের একাধিক শহরে ড্রোন হামলা। রাওয়ালপিণ্ডি, করাচি, লাহৌরে ড্রোন হামলা। ভারত পাকিস্তানে ঢুকে তাদের জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করছে। প্রথমে ভারত অপারেশন সিঁদুর চালায়। তার পর করাচি, লাহোরের মতো বড় শহরগুলিতে ধারাবাহিকভাবে বোমা বিস্ফোরণও ঘটানো হয়েছে বলে খবর। রাওয়ালপিন্ডি অবস্থিত ক্রিকেট স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসছে।