আমেরিকাতেও আছড়ে পড়লো সুনামি, ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর চালু দূতাবাসের!

নিজস্ব সংবাদদাতা : আশঙ্কা সত্যি হলো। জাপান, রাশিয়ার পর আমেরিকাতেও আছড়ে পড়লো সুনামি। জানা গিয়েছে, এদিন ক্যালিফোর্নিয়ার অ্যারিনা কোভ উপকূলে এবং হাওয়াই উপকূলে অতিকায় ঢেউ আছড়ে পড়ে। ঢেউয়ের উচ্চতা ছিল ১.৬ ফুট। সুনামির কবলে পড়েছে ক্যালিফোর্নিয়ার ক্রেসেন্ট সিটি এবং মন্টেরিও। ইতিমধ্যেই উপকূলবর্তী বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়ার ভারতীয় দূতাবাসের তরফে ভারতীয়দের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। https://www.cgisf.gov.in/page/contact-us/ নম্বরটি হল +১ ৪১৫ ৪৮৩ ৬৬২৯। জারি হয়েছে একটি অ্যাডভাইজারিও।