জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে গর্জে উঠলেন সাহিত্যিক তসলিমা নাসরিন!
নিজস্ব সংবাদদাতা : চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর গ্রেফতারির পর থেকে ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ ৷ বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে বেশ কিছু জায়গায় ৷যেখানে দেখা গিয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে ৷ সেই ছবির সত্যতা যাচাই করেনি বিপ্লবী সংবাদ দর্পন মিডিয়া হাউস ৷ এমন লজ্জাজনক ছবি সামনে এসেছে, যা দেখে ক্ষোভে ফুঁসে উঠেছেন ভারতীয়রা। পড়শি দেশের এমন বিদ্বেষমূলক আচরণ, জাতীয় পতাকার অবমাননা নিয়ে তীব্র প্রতিক্রিয়া মিলেছে। এবার প্রতিবাদে গর্জে উঠলেন বাংলাদেশি সাহিত্যিক তসলিমা নাসরিন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “বিশ্বের কোনও পতাকাকে কোনও সুস্থ মস্তিস্কসম্পন্ন মানুষ অবমাননা করে না। আমি বিশ্বের প্রতিটি পতাকাকে সম্মান করি, প্রতিটি দেশের জাতীয় সঙ্গীতকে সম্মান জানাতে আমি উঠে দাঁড়াই। পাকিস্তান যে এত আমাদের শত্রু দেশ, আমি পাকিস্তানের পতাকাকেও পোড়াবো না, পায়ে মাড়াবো না।”
ভারতের পতাকা মাড়ানোকে ধিক্কার জানিয়ে তিনি লেখেন, “বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা ভারতের পতাকাকে পায়ে মাড়িয়ে যে সুখ পাচ্ছে, সে সুখ বিকৃত সুখ। যে মস্তিস্কে ঘৃণা থিকথিক করে, সে মস্তিস্ক অসুস্থ মস্তিস্ক। দুঃখ এই, বাংলাদেশ নামের দেশটি অসুস্থ অশিক্ষিত অপ্রকৃতিস্থ লোকের দেশ হয়ে উঠছে।”
যেখানে দেখা গিয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে ৷ তবে ছবিগুলি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা জীতু কমল ৷ তিনি এই ঘটনার প্রতিবাদ করেছেন ৷ এদিন সোশাল মিডিয়ায় তিনটি ছবি শেয়ার করেন জীতু ৷