ইন্ডিয়ান আইডল সিজন ১৫ পেরিয়ে এসেছে খড়গপুর চাঙ্গুয়াল গ্রামের গর্ব শুভজিৎ চক্রবর্তী!
নিজস্ব সংবাদদাতা : কথায় আছে না কষ্ট করলে কেষ্ট মেলে। তার প্রমাণ করলেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর-২ ব্লকের চাঙ্গুয়াল গ্রামের ছেলে শুভজিৎ চক্রবর্তী। ভারতীয় সঙ্গীতে বরাবরই দেখা গেছে বঙ্গবাসী এবং বঙ্গভাষীদের জয়জয়কার। ইন্ডিয়ান আইডল সিজন ১৫-র মঞ্চে সেরা ছয়ে রইলেন শুভজিৎ চক্রবর্তী, মানসী ঘোষ, চৈতন্য দেবাদে, অনিরুদ্ধ সুসওয়ারাম, স্নেহা এবং প্রিয়াংশু দত্ত। অর্থাৎ, ছয়জনের মধ্যে বাংলা থেকে রয়ে গেলেন তিনজন। মানসী ঘোষ, শুভজিৎ চক্রবর্তী এবং প্রিয়াংশু দত্ত। পঁচিশের শুভজিতের শুরুটা দারিদ্রের সাথে লড়াই করেই ছয়জনের মধ্যে ইন্ডিয়ান আইডল সিজন ১৫-এ । শুভজিতের দরদ ভরা কন্ঠে আমায় ডুবাইলি রে এবং ‘সুরিলি আঁখিওয়ালে….’র যুগলবন্দি বিচারকদের মুগ্ধ করে।