মহাকাশে উড়ে গেল ৬০০০ কেজির ভারতের ‘বাহুবলী’ রকেট!
নিজস্ব সংবাদদাতা : ৯০ সেকেন্ড দেরিতে হলেও নীল পাখিকে সঙ্গে করে মহাকাশে উড়ে গেল ভারতের ‘বাহুবলী’ রকেট৷ভারতের ‘বাহুবলী’ রকেটে চেপে মহাকাশে পাড়ি দিল মার্কিন কৃত্রিম উপগ্রহ। LVM3 বা বাহুবলী রকেট, ISRO-এর সবচেয়ে শক্তিশালী লঞ্চ ভেহিকেল, যা একাধিক উপগ্রহ বহনে সক্ষম। এই উৎক্ষেপণ শুধু প্রযুক্তিগত দিক থেকেই নয়, কৌশলগত এবং অর্থনৈতিক দিক থেকেও ভারতের মহাকাশ অভিযানে এক বড় সাফল্য।
বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফল ভাবে উৎক্ষেপণ করা হল মার্কিন সংস্থা এএসটি স্পেসমোবাইল-এর তৈরি অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট ‘ব্লু বার্ড ৬’। প্রায় ৬০০০ কেজি ভারী কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়ে ইতিহাস গড়ল ভারতের এলভিএম৩-এম৬ রকেট। বুধবার সকাল ৮টা ৫৪ মিনিটে কৃত্রিম উপগ্রহটি সমেত উৎক্ষেপণের কথা ছিল এলভিএম৩-এম৬ রকেটের।
কিন্তু মহাকাশের বর্জ্য কিংবা অন্যান্য স্যাটেলাইটের গতিপথের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে শেষ মুহূর্তে উৎক্ষেপণের সময় ৯০ সেকেন্ড পিছিয়ে দেয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শেষমেশ ৮টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে ‘বাহুবলী’ রকেটে উৎক্ষেপণ করা হয় উপগ্রহটি।সত্যিই এটি ভারতের মহাকাশ ইতিহাসে এক গর্বের অধ্যায়! BlueBird Block-2 মিশন সফলভাবে উৎক্ষেপিত হওয়ায় আবারও প্রমাণ হলো ISRO-এর প্রযুক্তিগত দক্ষতা ও নিরলস প্রচেষ্টা।