ন্যাশনাল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনও সাসপেন্ড করল সন্দীপ ঘোষকে!

নিজস্ব সংবাদদাতা : আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের জের। সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। এর আগে ন্যাশনাল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনও সাসপেন্ড করে সন্দীপকে। আরজি করের ঘটনায় প্রথম থেকে সন্দীপ ঘোষ যে ভূমিকা নিয়েছিলেন, তা ভালোভাবে নেয়নি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। আইএমএ (বেঙ্গলস) ও এর বিরুদ্ধে সরব হয়েছিল। সাংবাদিক বৈঠক করে সংগঠনের তরফে সমালোচনা করা হয়েছিল সন্দীপ ঘোষের আচরণের। ঘটনার পরই আইএমের এক প্রতিনিধিদল নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করেন। প্রাথমিকভাবে কলকাতা পুলিশ এই ঘটনার তদন্ত করলেও হাইকোর্টের নির্দেশে পরবর্তীতে সিবিআই ঘটনার তদন্তভার নেয়। এরপর থেকে এখন প্রায় প্রতিদিনই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হচ্ছে সন্দীপকে।

সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন