চট্টগ্রামে ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে সেনা মোতয়েন!

ঢাকা, জাকির হোসেন: বাংলাদেশে অশান্তির প্রেক্ষিতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের বাইরে নিরাপত্তার কাজে সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার রাতে বিক্ষোভকারীরা হাইকমিশনের বাইরে তুমুল বিক্ষোভ দেখান। এর আগে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে পাথর ছোড়া হয়েছিল। পরে হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছিল। পরে পুলিশ ১২ জনকে আটক করে। সংঘর্ষে তিন পুলিশকর্মীও আহত হন। এদিকে আজ রাজশহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও করার ডাক দেওয়া হয়েছে। ওসমান হাদির মৃত্যুর পর তাঁর হামলাকারী ভারতে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ করে এই ভারত বিদ্বেষের ঝড় উঠেছে বাংলাদেশে। নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করে। তবে একের পর এক ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগিয়ে যায়। এই আবহে চট্টগ্রামের রাস্তায় উত্তেজনা ছড়ায়। এদিকে বাংলাদেশের সংবাদপত্র 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার'-এর অফিসেও তাণ্ডব চালানো হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। এরই সঙ্গে ভারত বিরোধী স্লোগানও শোনা যাচ্ছে - 'দিল্লি না ঢাকা', 'ভারতের আগ্রাসন, ভেঙে দাও-গুঁড়িয়ে দাও'।একাধিকবার এই নেতা ভারত বিরোধী মন্তব্য করেছিলেন। এরই মধ্যে অভিযোগ উঠল সেখানে হিন্দু নিধনের। একজন হিন্দু যুবককে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠছে বাংলাদেশ থেকে। সেই ভিডিয়ো সামনে এসেছে। অভিযোগ, ওই হিন্দু যুবককে মারধর করে তারপর জ্বালিয়ে দেওয়া হয়েছে।