Big Breaking : ধ্বংসের পথে পাকিস্তানের করাচি সমুদ্র বন্দর!

নিজস্ব সংবাদদাতা : পাকিস্তানকে আক্রমণে এবার ভারতীয়  সক্রিয় নৌবাহিনীও।রাজস্থানের মধ্যে একাধিক জায়গায় পাকিস্তান হামলা চালাচ্ছে। একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। তবে তা সব প্রতিহত করেছে ভারত। ভারতীয়  সক্রিয় নৌসেনার আক্রমণের ফলে করাচি বন্দর-সহ শহরের বিভিন্ন জায়গায় আগুন লেগে গিয়েছে। শুধু করাচি নয়, ওরমারা বন্দরেও আইএনএস বিক্রান্ত থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।প্রতিরক্ষা সূত্রের খবর অনুসারে, পাকিস্তানের করাচি এবং ওরমারা বন্দরে আইএনএস বিক্রান্ত থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ফলে এই দুই জায়গাতেই আগুন ধরে গিয়েছে। ঘন ধোঁয়া ঢেকে গিয়েছে বন্দর শহরগুলি। আতঙ্কিত বাসিন্দারা উপকূলীয় অঞ্চল ছেড়ে অন্যত্র চলে যেতে শুরু করেছে।করাচি এবং ওরমারা পাকিস্তানি নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি। এই ঘাঁটিগুলিতে আইএনএস বিক্রান্তের হামলা যথেষ্ট তাৎপর্যবাহী। এএই হামলার জেরে পাকিস্তানের নৌ অভিযান কার্যত ধরাশায়ী হএওয়ার জোগাড়।