জোয়ার শেয়ার বাজারে!
নিজস্ব সংবাদদাতা : একলাফে সেনসেক্স বেড়েছে প্রায় এক হাজার ৬০০ পয়েন্ট। তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি।শুক্রবার বাজার খুলতেই আশার আলো দেখতে পান লগ্নিকারীরা। শুরু থেকেই সূচক ছিল ঊর্ধ্বমুখী। সেনসেক্স ও নিফটি খোশমেজাজ যে অনেকটাই রাজনৈতিক সমীকরণের উপর দাঁড়িয়ে তা একবাক্যে মেনে নিয়েছেন বাজার বিশ্লেষকরা। এদিন তৃতীয়বার এনডিএ সরকার আসা নিশ্চিত হলে কার্যত জোয়ার আসে শেয়ার বাজারে। ১ হাজার ৬১৮ পয়েন্ট বেড়ে সেনসেক্স দাঁড়ায় ৭৬ হাজার ৬৯৩ পয়েন্টে। নিফটির উত্থান ছিল ৪৬৮ পয়েন্ট। বেলাশেষে ২৩ হাজার ২৯০ পয়েন্টে থামে সূচক।