জঙ্গলমহলে জোড়া শিল্পস্থাপনে কর্মসংস্থানের ইঙ্গিত!
পশ্চিম মেদিনীপুর সুমন পাত্র : পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ও গোয়ালতোড় দুই ব্লকের গতকাল মুখ্যমন্ত্রী শালবনীতে জিন্দাল কোম্পানীর তাপবিদ্যুৎ ও আজ মঙ্গলবার গোয়ালতোড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্ধোধন করতে চলেছেন। এই মঞ্চ থেকে কয়েক হাজার মানুষকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদানের পাশাপাশি গোয়ালতোড়ে ১১৬ মেগাওয়াটের সোলার এনার্জি পার্কের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এর ফলে পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান দুই জঙ্গলমহল অধ্যুষিত ব্লক পেলো শিল্পের স্বাদ কর্মসংস্থানের দিশা। আশার আলো দেখছেন শালবনী থেকে গোয়ালতোড় ব্লকের তামাম বাসিন্দারা।গোয়ালতোড়ের মাকলি গ্রাম পঞ্চায়েতের বর্ষা পাল বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ নিয়ে পড়াশোনা করছেন তার দাবী বাড়ীর সামনে এত বড়ো প্রকল্প হচ্ছে শুনে খুশি হলাম বাড়ীর কাছাকাছি চাকরি হলে পরিবারের সাথে থেকেই কাজও করতে পারবো। অপরদিকে পাথরপাড়া গ্রাম পঞ্চায়েতের অভিজিৎ বিষয় বর্তমানে বেকার তার যুক্তি এখানে একটা এত বড়ো প্রকল্প হলে আমাদের হয়তো চাকরি সরাসরি হবে না তেমন পড়াশোনা জানা নেই তবে পরোক্ষভাবে আমরা কাজ করবো বলে আশ্বাস দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্বপ্ন দেখছে প্রকল্পে সামনে চা দোকান করে চুনারাম টুডুও তিনি জানালেন প্রকল্পে বর্তমানে কর্মরত শ্রমিকদের খাবার পৌঁছে দিয়ে রোজগার করছি।