ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয়ের (IGNOU) নতুন ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি ইন্ডাকশন সভা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রবিবার অনুষ্ঠিত হল ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয়ের (IGNOU)নতুন ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি ইন্ডাকশন মিটিং।যে মিটিংটি অনুষ্ঠিত হয় কলেজ ক্যাম্পাসের শিরোমনি ভবনে। এই অনুষ্ঠানের শুরুতেই প্রধান বক্তব্য রাখেন এই মুক্ত বিদ্যালয়ের কলকাতার রিজিওনাল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর অজয় কুমার বেহারা।এই বিশেষ বৈঠক নিয়ে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সত্য রঞ্জন ঘোষ ,সব্যসাচী সেনগুপ্ত, ডক্টর অমল কান্তি চক্রবর্তী, ডক্টর অনুপ ঘাঁটি,রঞ্জিত সিনহা সহ বিশিষ্ট বক্তা ও অতিথিরা। মূলত এই নতুন সেশন শুরুর পূর্বে এই বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য ও তত্ত্ব সেই সঙ্গে কোর্সের যাবতীয় বিষয় দিকগুলি পর্যালোচনা করেন এ বিশিষ্ট অতিথিরা।এদিন বিভিন্ন জেলার থেকে এই মুক্ত বিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা যোগদান করেন এই অনুষ্ঠানে।তারা সেই তথ্যগুলি দেখেন,গুরুত্ব সহকারে শোনেন এবং নিজের মতামত ব্যক্ত করেন।এদিনের পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব ছিলেন কো-অর্ডিনেটর মনি মোহন মন্ডল।