অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে : সেনাপ্রধান

ঢাকা, জাকির হোসেন:  কোটা সংস্কার আন্দোলনের মঞ্চ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনেই রক্তাক্ত হল বাংলাদেশ। ইস্তফা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশ ছেড়েছেন তিনি। অন্যদিকে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, শেখ হাসিনার বাসভবনে ঢুকে পড়েছেন লক্ষাধিক ক্ষিপ্ত জনতা। ধানমণ্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাড়িতেও হামলার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে। বিক্ষোভে উত্তাল ঢাকায় বঙ্গবন্ধুর মূর্তির উপরে উঠে যান কয়েকজন বিক্ষোভকারী। বঙ্গবন্ধুর মূর্তি গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। শয়ে শয়ে মানুষকে গেট টপকে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকতে দেখা যায়। উল্লাস করতে দেখা যায় তাদের। হাসিনার বিরুদ্ধে তাদের স্লোগান দিতে শোনা যায়। গণভবনের ভিতরে ঢুকে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। ভাঙা হচ্ছে শেখ মুজিবর রহমানের মূর্তিও। সেনা প্রধান জনগণকে শান্তি বজায় রাখতে অনুরোধ করেছেন।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ৫ই আগস্ট সোমবার বিকেল ৪টার দিকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি একথা বলেন।সেনাপ্রধান বলেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি। জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসঙ্গে কাজ করি। দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত থাকুন। সবাই মিলে সুন্দর দেশ গড়বো।