আইপ্যাকের দপ্তরে ইডির অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : কলকাতায় আইপ্যাকের দপ্তরে ইডির অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। এদিন মেদিনীপুরের জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় কর্মী ও সমর্থকেরা প্রতিবাদ মিছিল বের হয়।মিছিলটি মেদিনীপুর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। হাতে দলীয় পতাকা ও মুখে প্রতিবাদী স্লোগান নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল কর্মীরা।এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। তিনি তাঁর বক্তব্যে বলেন,কলকাতার আইপ্যাড এর অফিসের ইবির হানার ও কেন্দ্র সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করছে। তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়ে বা চাপ দিয়ে দমিয়ে রাখা যাবে না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়,আইপ্যাকের দপ্তরে ইডির অভিযান গণতন্ত্রের উপর সরাসরি আঘাত।

বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতেই পরিকল্পিতভাবে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলা হয়। বাংলার মানুষ, কেন্দ্রীয় সরকারের এই দমনমূলক নীতির বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত।বৃহস্পতিবার সকালে কলকাতায় ইডির অভিযানের স্থলে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হয়ে গোটা পরিস্থিতির খোঁজ নেন এবং কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানান।মেদিনীপুরে এদিনের বিক্ষোভ মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের ভূমিকার বিরুদ্ধে একের পর এক স্লোগান ওঠে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব স্পষ্ট করে জানিয়ে দেয়, গণতন্ত্র ও রাজ্যের স্বার্থ রক্ষায় এই ধরনের দমনমূলক রাজনীতির বিরুদ্ধে তারা তৃণমূল কংগ্রেস আগামী দিনেও আন্দোলনের পথেই থাকবে।