ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স!
নিজস্ব সংবাদদাতা : ইডেন গার্ডেন্সে কেকেআরের এ মরসুমে প্রথম ম্যাচেই সেরার পুরস্কার জিতেছেন আন্দ্রে রাসেল। ব্যাট হাতে মাত্র ২৫ বলে ৬৫ রান। গুরুত্বপূর্ণ সময়ে রিঙ্কুর সঙ্গে ৮১ রানের পার্টনারশিপ। বল হাতে ২ উইকেট। অলরাউন্ডার রাসেলের থেকে যা প্রত্যাশা করা হয়েছিল, কেকেআর পুরোটাই পেয়েছে। ৬৫ রানের ইনিংসে ৩টি মাত্র বাউন্ডারি, ৭টি ছয়। স্ট্রাইকরেট ২৫৬। অনেকেই এর জন্য কৃতিত্ব দিচ্ছেন কলকাতা নাইট রাইডার্স মেন্টর গৌতম গম্ভীরকে।সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে একাদশে জায়গা পান নতুন নাইট ফিল সল্ট। আইপিএলের মিনি অকশনে কেউই তাঁকে নেয়নি। জেসন রয় সরে দাঁড়ানোয় কেকেআরে লাস্ট মিনিট এন্ট্রি হয়। আর সরাসরি নাইট জার্সিতে অভিষেক হল শনিবারের ইডেনে। মরসুমের প্রথম ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে টস হেরে ব্যাটিং করে কেকেআর। পাওয়ার প্লে-তেই তিন উইকেট হারিয়ে ধুঁকছিল। ওপেনার ফিল সল্ট একদিক আগলে রাখেন। শুধু তাই নয়, উল্টোদিকে উইকেট পড়লেও রানের গতি কমতে দেননি ইংল্যান্ডের এই ক্রিকেটার। কেকেআরের প্রস্তুতি ম্যাচগুলিতে নজর কেড়েছিলেন সল্ট। সে কারণেই গুরবাজের আগে তাঁকে একটা সুযোগ দিয়েছিল কেকেআর। প্রথম ম্যাচে ৪০ বলে ৫৪ রানের ইনিংসে ভিত গড়ে দেন। যদিও সল্টের মুখে শুধুই রাসেলের প্রশংসা।