দুর্ঘটনার মুখে কপ্টার, ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর আশঙ্কা !
নিজস্ব সংবাদদাতা : রবিবার আজারবাইজানে বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ,বিদেশমন্ত্রী সহ-৯ জন। ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়ে। ঘন মেঘের আড়ালে হঠাৎ হারিয়ে যায় কপ্টারটি। গতকাল সারা রাত জুড়ে তল্লাশি অভিযান চলে। আজ সকালেও উদ্ধারকাজ জারি রাখা হয়। ইরানের স্টেট মিডিয়ার তরফে এ দিন সকালেই জানানো হয়, হেলিকপ্টারের যেখানে ভেঙে পড়েছে, সেই জায়গাটি খুঁজে পাওয়া গিয়েছে। সেখানে প্রাণের কোনও চিহ্ন মেলেনি। জোলফার পার্বত্য অঞ্চলে ভেঙে পড়েছে কপ্টারটি। দুর্ঘটনাস্থলে কপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। আজ সকালে ভেঙে পড়া হেলিকপ্টারের খোঁজ মিললেও। ধ্বংসস্তূপে কোনও প্রাণের চিহ্ন নেই বলেই জানানো হয়েছে ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের তরফে। তবে আশঙ্কা করা হয়, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হয়তো মৃত্যু হয়েছে। সরকারিভাবে এখনও মৃত্যুর খবর ঘোষণা করা হয়নি।