বাংলাদেশে এবার উড়ল আইসিসের পতাকা, কী বার্তা দিচ্ছে?

ঢাকা, জাকির হোসেন: বাংলাদেশে হিংসার পিছনে কি কাজ করছে বড় কোনও ধরনের ষড়যন্ত্র? এবার উত্তপ্ত বাংলাদেশে সামনে এল এক ভয়ঙ্কর ছবি। প্রকাশ্যে অস্ত্র নিয়ে হুমকি, রাস্তায় উড়ল ইসলামিক স্টেটসের পতাকা! ভাবুন তবে? নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের পতাকা নিয়ে উল্লাস করতে দেখা গেল বাংলাদেশি মৌলবাদীদের। হাসিনা সরকার পতনের পর থেকেই বাংলাদেশে আক্রমণের মুখে হিন্দুরা। লাগাতার চলছে অত্যাচার। বাড়িঘর, দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভাঙা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান। এমনটাই অভিযোগ। ধর্মীয় দাঙ্গা বাধানো সহ নানাভাবে দেশকে অস্থিতিশীল করতে এখানে আবার মদদ দেওয়ার পাশাপাশি সরাসরি জড়িত সেই শেখ হাসিনার দলের লোকেরাও -অভিযোগ রয়েছে এমনটাও৷ সবমিলিয়ে 'হ-য-ব-র-ল' বাংলাদেশে এবার অস্ত্র নিয়ে প্রকাশ্যে হুমকি মৌলবাদীদের। বাংলাদেশে এবার উড়ল আইসিসের পতাকা। ঘটনাটি বাংলাদেশের নারায়ণগঞ্জের রূপগঞ্জের। নামাজের পরে এক হিন্দু ব্যবসায়ীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই মুহূর্তে আইসিস (ISIS)-র পতাকা নিয়ে মিছিল করে মৌলবাদীরা। প্রকাশ্যে ইসলামিক স্টোটসের পতাকা নিয়ে উল্লাস করতে দেখা গেল তাদের। বাংলাদেশের রাস্তায় কালেমা সহ আইসিসের পতাকা ওড়ানোর ঘটনা নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, এই মিছিল করেছিল নিষিদ্ধ হওয়া জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর। এর এক মাস আগে অক্টোবরেও তারা আইসিসের পতাকা নিয়ে মিছিল করেছিল৷ শেখ হাসিনার সরকারের সময়কালে এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল। হাসিনা সরকারের পতনের পরই ফের সক্রিয় তারা। আইসিসের পতাকা নিয়ে মিছিল করার পাশাপাশি তহবিল জোগাড় করতেও দেখা গিয়েছে তাদের৷ তাহলে কোন অজানা আশঙ্কা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ?