শিলিগুড়ি ইসকন মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে ‘কীর্তন মেলা’ ২০২৪!

নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ি ইসকন মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে ‘কীর্তন মেলা’ ২০২৪।  ১৭ ই ফেব্রুয়ারি এই অনুষ্ঠানের উদ্বোধন হবে। তিন দিনব্যাপী চলবে অনুষ্ঠান। এই অনুষ্ঠান ঘিরে সেজে উঠেছে গোটা ইসকন মন্দির চত্বর । এর আগে মায়াপুর সহ দেশ-বিদেশের ভিন্ন প্রান্তে ‘কীর্তন মেলা’ হয়েছে।তবে এবছর শিলিগুড়িবাসীকে উপহারস্বরূপ এই ‘কীর্তন মেলা’ তুলে দিচ্ছেন শিলিগুড়ি ইসকন কর্তৃপক্ষ। শুধু দেশ নয়, বিদেশ থেকেও খ্যাতনামা কৃষ্ণভক্ত- কীর্তনিয়ারা সকলে একত্রিত হয়ে তিনদিন ব্যাপী শিলিগুড়ি ইসকন মন্দিরে কীর্তন পরিবেশন করবেন।এছাড়াও মন্দিরের ঠাকুরের আসন ফুল দিয়ে সাজানো হয়েছে। ভারত এবং ভারতের বাইরে আমেরিকা, রাশিয়া থেকে কৃষ্ণ ভক্তরা তিনদিন ধরে নানা পরিবেশনা করবেন শিলিগুড়ির ইসকনে। শিলিগুড়িবাসী তথা কৃষ্ণ প্রেমীদের জন্য এমন দিনের সাক্ষী থাকার এটি একটি অন্যতম একটি সুযোগ।