ISL জট কাটতে চলেছে, আয়োজনের জন্য উদ্যোগী হল কেন্দ্র সরকার! দু’সপ্তাহ পর আবার শুনানি...

নিজস্ব সংবাদদাতা : দেশের সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা ইন্ডিয়ান সুপার লিগ (ISL) আয়োজনে অবশেষে সরাসরি উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়— সরকার নিজেই আইএসএল আয়োজন করতে প্রস্তুত, এবং এর জন্য মাত্র দু’সপ্তাহ সময় চাওয়া হয়েছে। তার পরেই ফের শুনানি হবে। ফুটবল মহলে আশা করা হচ্ছে, সেদিনই কাটবে সব জট। সুপ্রিম কোর্টে বিচারপতি পি. এস. নরসীমা এবং জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে আইএসএল সংক্রান্ত মামলাটি ওঠে। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, বিষয়টি নিয়ে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে এবং মন্ত্রী স্পষ্ট মত দিয়েছেন— আইএসএল অবশ্যই হওয়া উচিত। ভারতের ফুটবলারদের স্বার্থেই সরকার দায়িত্ব নিতে ইচ্ছুক। তুষার মেহতার বক্তব্য—
“কীভাবে আয়োজন হবে, কারা স্পনসর হবে, অর্থের উৎস কোথায়— সবটাই সরকারের উপর ছেড়ে দিলে আমরা নিজেদের মতো করে লিগ সফলভাবে আয়োজন করব। খেলোয়াড়দের যাতে কোনও অসুবিধা না হয়, সেটাই আমাদের লক্ষ্য।” তবে বেঞ্চ মন্তব্য করে, সরকারের এই ভূমিকা যেন “ফুটবলে হস্তক্ষেপ” হিসেবে ভুল বার্তা না পাঠায়। সলিসিটর জেনারেল তাতে সায় দিয়ে জানান— “আমাদের আর কোনও ভূমিকা নেই। সবই করা হবে ফিফার নিয়ম পুরোপুরি মেনে।” এ দিন আদালতে অবসরপ্রাপ্ত বিচারপতি এল. নাগেশ্বর রাওয়ের রিপোর্টও জমা পড়ে, যেখানে আইএসএলের বাণিজ্যিক স্বত্ব না পাওয়ার কারণ এবং ভবিষ্যতের জন্য বিভিন্ন প্রস্তাব উল্লেখ করা হয়েছে। দুই বিচারপতি জানান, এই প্রস্তাবগুলি ভবিষ্যতে যৌথ আলোচনার ভিত্তি হতে পারে। আইএসএলের সঙ্গে যুক্ত সব পক্ষকে আলোচনায় বসার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ৮ ডিসেম্বরের আগে মামলার পরবর্তী শুনানি হবে। ততদিনে লিগ আয়োজনের বিষয়ে কেন্দ্রের রূপরেখা এবং বাস্তবায়ন কতটা এগোয়, সেদিকে তাকিয়ে ক্রীড়ামহল।