'খুব তাড়াতাড়ি বাংলাদেশ আরও একটা আফগানিস্তানে পরিণত হতে পারে'-লেখিকা তসলিমা নাসরিনেরএমনটাই দাবি, বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনকে ছাত্রদের আন্দোলন বলতে নারাজ!

লেখিকা তসলিমা বলেছেন, “পরে আমরা বুঝতে পেরেছি এটা মোটেও ছাত্রদের আন্দোলন ছিল না। ইসলামি মৌলবাদীরা এর পরিকল্পনা করেছিল এবং টাকা দিয়েছিল। মুক্তিযোদ্ধাদের মূর্তি, জাদুঘর ও জাতীয় ঐতিহ্যের ভাস্কর্য ধ্বংস করা শুরু হলে বিষয়টা স্পষ্ট হয়েছিল। আন্দোলনকারীদের আসল উদ্দেশ্য ও চেহারা প্রকাশ্যে আসে।”

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ নিয়ে এবার বড়-সড়ো দাবি করলেন লেখিকা তসলিমা নাসরিন। তাঁর মতে, খুব তাড়াতাড়ি বাংলাদেশ পরিণত হতে পারে আফগানিস্তানে। বর্তমানে বাংলাদেশে তরুণদের মগজ ধোলাই করছে ইসলামী কট্টরপন্থীরা। সংবাদ সংস্থা কে একটি সাক্ষাৎকারে লেখিকা তসলিমা জানিয়েছেন, 'যাকে তিনি ছাত্রদের আন্দোলন মনে করেছিলেন, তা আসলে ছিল মৌলবাদীদের চক্রান্ত'। তিনি বলেছেন, জুলাইয়ে শিক্ষার্থীদের যখন কোটা আন্দোলন শুরু হয়েছিল, তখন মহিলাদের অধিকার, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে সোচ্চার , তারা সবাই তাদের সমর্থন করেছিল। তিনি আশা করেছিলেন, দেশে নির্বাচন হবে সুষ্ঠু এবংগণতান্ত্রিক ভাবে।সেই ভাবনা মতেই শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনকে তিনি সঠিক মনে করেছিলেন। কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টো। তসলিমা আবারো বলেছেন, “পরে আমরা বুঝতে পেরেছি এটা মোটেও ছাত্রদের আন্দোলন ছিল না। ইসলামি মৌলবাদীরা এর পরিকল্পনা করেছিল এবং টাকা দিয়েছিল। মুক্তিযোদ্ধাদের মূর্তি, জাদুঘর ও জাতীয় ঐতিহ্যের ভাস্কর্য ধ্বংস করা শুরু হলে বিষয়টা স্পষ্ট হয়েছিল। আন্দোলনকারীদের আসল উদ্দেশ্য ও চেহারা প্রকাশ্যে আসে।”