ভারত-মার্কিন অনন্য পৃথিবী পর্যবেক্ষণ মিশন ISRO এবং NASA যৌথ উদ্যোগে তৈরি কৃত্রিম উপগ্রহ সফল!
নিজস্ব সংবাদাতা : বুধবার ৩০শে জুলাই বিকেল ৫.৪০ মিনিটে শ্রীহরিকোটা হাই অল্টিটিউড রেঞ্জ (এসএইচএআর)-এর সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (এসডিএসসি) থেকে নাসা-ইসরো সিন্থেটিক অ্যাপারচার রাডার (এনআইএসএআর) সফলভাবে উৎক্ষেপণ করেছে, যা এখান থেকে ১০২ তম উৎক্ষেপণ।ভারত ও মার্কিন মুলুকের নাসা-ইসরোর যৌথ উদ্যোগে তৈরি কৃত্রিম উপগ্রহ ‘নিসার’-র সফল উৎক্ষেপণ হল। আজ, বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি এফ১৬ রকেট ‘নিসার’-র কৃত্রিম উপগ্রহকে নিয়ে রওনা দেয়।
যার ওজন প্রায় ২ হাজার ৩৯৩ কেজি। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘নিসার’ বা নাসা-ইসরো সিন্থেটিক অ্যাপারচার রেডারকে সফলভাবে কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়েছে। যা পৃথিবী থেকে প্রায় ৭৪৩ কিমি দূরে এসএসও কক্ষপথের ৯৮.৪০ ডিগ্রিতে অবস্থিত। জানা যাচ্ছে, এই কৃত্রিম উপগ্রহের সাহায্যে পৃথিবীর উপরিভাগের বিভিন্ন বিষয় সম্পর্কে পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহ করা সম্ভবপর হবে। এই প্রথমবার মহাকাশ গবেষণা ক্ষেত্রে নাসা এবং ইসরো একসঙ্গে কাজ করল। ২০১৪ সালে এই মিশন নিয়ে ভারত-আমেরিকার মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছিল।