ইসরো মহাকাশযানটি EOS-09 : পাকিস্তানের উপর নজরদারি!
নিজস্ব সংবাদদাতা : এবার মহাকাশ থেকেই পাকিস্তানকে নজরে রাখবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন,(Isro)। ভারত পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV) ব্যবহার করে তার সর্বশেষ পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ, EOS-09 উৎক্ষেপণ করতে প্রস্তুত। মহাকাশযানটি ১৮ মে, ২০২৫ তারিখে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সকাল ৬:৫৯ মিনিটে মহাকাশে উৎক্ষেপণ করবে। এই পদক্ষেপ দেশের নজরদারি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেবে। এই নতুন কৃত্রিম উপগ্রহটি পৃথিবী প্রদক্ষিণ করবে। যেকোনও পরিস্থিতিতে ভূপৃষ্ঠের সঠিক স্পষ্ট ছবি তুলতে সক্ষম। আকাশে মেঘ থাক, বা রাত-দিন হোক যেকোনও পরিস্থিতিতে কাজ করবে, স্পষ্ট ছবি তুলবে EOS-09 বা RISAT-1B।