ভোটের খরচ চালাতে ট্রেনে জল বিক্রি করছেন হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ও যাদবপুর কেন্দ্রের প্রার্থী ডক্টর চন্দ্রচূড় গোস্বামী!

নিজস্ব সংবাদদাতা : অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে ও আবেদনের ভিত্তিতেই রাজ্য নির্বাচন কমিশন স্বীকৃত নিজস্ব প্রতীকে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেছে হিন্দু মহাসভা । কিন্তু ঐতিহ্য থাকলেও লোকসভা নির্বাচনের মত বড় নির্বাচনে অংশগ্রহণ করার মত আর্থিক সামর্থ্য হিন্দু মহাসভার নেই । তাই বেশ কিছুদিন ধরে সংগঠন চালাতে, নির্বাচনের খরচ বহন করতে এবং কিছু অনাথাশ্রম ও বৃদ্ধাশ্রমকে সাহায্য করতে সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচারের মাঝে রাস্তায় দাঁড়িয়ে চা এবং সরবত বিক্রি করছেন ডক্টর চন্দ্রচূড় গোস্বামী । এরপর এর সাথে সংযুক্ত হলো ট্রেনে পানীয় জল বিক্রি করা । মূলত যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে চলা বিভিন্ন ট্রেনের কম্পার্টমেন্টে যাত্রীদের কাছে ঠান্ডা জল বিক্রি করছেন তিনি । জল বিক্রির সময়ও মাইক হাতে নিজের ও হিন্দু মহাসভার রাজনৈতিক অবস্থান প্রচার করছেন ডক্টর চন্দ্রচূড় গোস্বামী । তাঁর নির্বাচনী বার্তা গুলোর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো মতুয়া সহ সমস্ত সনাতনীদের জন্য নিঃশর্ত নাগরিকত্ব, সমাজের সকলের জন্য সংরক্ষণের সুবিধা, টাকায় গান্ধীর মুখ সরিয়ে নেতাজী ও ভগৎ সিংয়ের মুখ নিয়ে আসা, গান্ধীকে জাতির জনক না বলে নেতাজীকে ভারত আত্মার প্রতীক ঘোষণা করা এবং নেতাজীর বিরুদ্ধে চক্রান্তকারি নেহেরু গান্ধী সহ সবার নাম ও প্রকৃত সত্য সামনে আনা, নীলগঞ্জ সেনা ছাউনিতে ইংরেজদের আজাদহিন্দ বাহিনীর যোদ্ধাদের নৃশংস ভাবে হত্যা করার ঘটনা ইতিহাসের পাতায় আনা, জীবন ও জীবিকা থেকে ধর্মীয় সংযোগ সরিয়ে Food For Humanity Concept প্রচার করা, বর্ডারে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করে গোপাচার বন্ধ করা, নির্বাচনের প্রার্থীদের জন্য একটি নূন্যতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা যাতে তারা টিপছাপ নিরক্ষর না হন এবং সমাজের গরীব ও মধ্যবিত্ত মানুষের ফ্রী ইন্টারনেট, ফ্রী পানীয় জল, আঠারো বছর বয়স পর্যন্ত নিঃশুল্ক শিক্ষা ব্যবস্থা, ষাট বছরের ঊর্ধ্বে সকলের জন্য সরকারি ও বেসরকারি সব হাসপাতালে নিঃশুল্ক চিকিৎসা ব্যবস্থা এবং বিদেশি ঠান্ডা পানীয় সংস্থাগুলো যে যথেচ্ছ জল তুলে নিচ্ছে তা বন্ধ করা, ইত্যাদির মাধ্যমে সামাজিক নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে সর্ব স্তরের মানুষের জন্য স্বপ্নের ভারত গঠন করা । তিনি আরো বলেন সারা দেশ যখন ঘুষের টাকায় চলছে তখন তিনি বিশ্বাস করেন অবৈধ টাকায় গণতন্ত্রকে কেনার চেয়ে শ্রমের টাকায় দেশ গঠন করা অনেক ভালো । নেতাজী সুভাষচন্দ্র বসু যদি দেশের স্বাধীনতার জন্য দেশবাসির কাছে সাহায্য চেয়ে বলতে পারেন Give Me Blood And I Will Give You The Freedom তাহলে ওনার একজন ক্ষুদ্র অনুগামী হয়ে লোকের জুতো পালিশ করতেও লজ্জা নেই তাঁর ।