তুতরাঙা সর্বজনীন জগদ্ধাত্রী পুজোয় এবারের থিম 'আবার ফিরে এসো অরণ্য"

নিজস্ব সংবাদদাতা : দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। বহু যুগ আগে কবির সেই কথাই আজকের দিনে মর্মান্তিক সত্য হয়ে উঠতে চলেছে। বিশ্বজুড়ে বনভূমি ধ্বংসের নেপথ্য অপরিকল্পিত নগরায়নই যে দায়ী, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তাই তুতরাঙা সর্বজনীন জগদ্ধাত্রী পুজোয় এবারের থিম 'আবার ফিরে এসো অরণ্য"। সংস্থার চেয়ারম্যান শিশির ভট্টাচার্য জানান বনাঞ্চল ও সবুজের পরিমাণ প্রতিদিন দ্রুত হারে কমছে।

তুতরাঙা সর্বজনীন জগদ্ধাত্রী পুজোয় এবারের থিম 'আবার ফিরে এসো অরণ্য

শহরাঞ্চলে বড় বড় বৃক্ষ কেটে রোপণ করা হচ্ছে শোভাবর্ধনকারী গাছ। নিয়ম না মেনে ভরাট করা হচ্ছে জলাশয়। ফলে তাপ প্রবাহের মাত্রা বেড়ে যাওয়াসহ খাদ্যশৃঙ্খলা নষ্ট হচ্ছে। বিপদের মুখে পড়েছে জীববৈচিত্র্য। তাই আমরা এই থিম প্যান্ডেল করলাম। অপরিকল্পিত নগরায়ন ও নির্বিচারে গাছ কাটার ফলে প্রায় একই অবস্থা শহরাঞ্চলসহ পুরো দেশের। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে জরুরি ভিত্তিতে শহরের প্রতিটি ফাঁকা স্থানে গাছ লাগানো, ছাদবাগান বাড়ানোসহ পরিবেশকে গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন শিশির ভট্টাচার্য। আমরা তুলে ধরতে চেয়েছি অরণ্য বাঁচানো সমাজের জন্য কতটা দরকার। ধন্যবাদ জানাই সেই সব শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের যারা গাছ লাগিয়ে সমাজের কল্যাণ করছে,পেন্ডেল এর থিম দিয়েছেন জঙ্গল মহলের রংতুলি শিল্পীতির্থ আর্ট একাডেমি।