মুদিখানার দোকানে কাজ করে মাধ্যমিকে জলপাইগুড়ি জেলার সেরা কৌশিকঘোষ !
নিজস্ব সংবাদদাতা : মুদিখানা দোকানে কাজ করেও মাধ্যমিকে জলপাইগুড়ি জেলার সেরা হয়েছে কৃতী ছাত্র কৌশিক ঘোষ। টোটোচালক বাবাকে আর্থিক সহায়তা করতে ছোট্ট একটি মুদিখানা দোকান চালায় কৌশিক। দিনভর সেখানেই কাজ করে নিজের পড়াশোনা চালিয়ে জেলার সেরা হয়েছে সে। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৮৪। মাত্র ২ নম্বরের জন্য রাজ্যের মেধা তালিকায় স্থান না পাওয়ার আক্ষেপ রয়েছে কৌশিকের। তাই আগামীদিনে আরও ভালোভাবে পড়াশোনা করে ডাক্তার হতে চায় মাধ্যমিকের এই কৃতী ছাত্র।