ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ইউ. এ. এল. বেঙ্গল কোম্পানীর জনহিতকর কর্মসূচি !
ঝাড়গ্রাম নিজস্ব প্রতিবেদন : রবিবার ২রা মার্চ ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের চাতরী- চুনপাড়া সিএসআর কার্যক্রমের আওতায় খাদ্যশস্য ও রেশন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে ইউ. এ. এল. বেঙ্গল কোম্পানীর। সংস্থার সিনিয়র জেনারেল ম্যানেজার শ্রী সুনীল কুমার পান্ডে, সঞ্জয় সিং, উমা শঙ্কর সহ অনুষ্ঠানের উদ্বোধন করে। ইউ. এ. এল. বেঙ্গল কোম্পানীর সঞ্জয় সিং বলেন কর্পোরেট সামাজিক উদ্যোগে সামাজিক পরিবর্তনের লক্ষ্যে ক্ষমতায়ন করা। আমাদের লক্ষ্য হল জাতির অর্থনৈতিক অগ্রগতিতে সক্রিয়ভাবে অবদান রাখা। আমরা সামাজিক পরিবর্তনকে ক্ষমতায়ন করা, শিক্ষার প্রচার করা ।এই উদ্যোগের একমাত্র উদ্দেশ্য হল কয়েক লক্ষ মুখে হাসি ফুটিয়ে তোলা ।