তরুণ সংঘ ব্যায়ামাগারের উদ্যোগে মহিলা ফুটবলের মহোৎসব: ৩–৪ ডিসেম্বর "জঙ্গল কন্যা কাপ"
নিজস্ব সংবাদদাতা : তরুণ সংঘ ব্যায়ামাগার-এর উদ্যোগে "স্পন্দন জঙ্গল কন্যা কাপ"—দু’দিন ব্যাপী দিবা-রাত্রি মহিলা ফুটবল প্রতিযোগিতা হতে চলেছে আগামী ৩রা ও ৪ঠা ডিসেম্বর ২০২৫। মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট মাঠে আয়োজিত এই ক্রীড়া মহোৎসবকে কেন্দ্র করে শহরে উৎসবের আবহ তৈরি হয়েছে।
২৬শে নভেম্বর বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার লাইভ ফিক্সচার প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যায়ামাগারের প্রেসিডেন্ট উদয় রঞ্জন পাল, সেক্রেটারি শান্তুনু চক্রবর্তী, জয়েন্ট সেক্রেটারি নন্দলাল ভকত, বিশিষ্ট ক্রীড়া দক্ষ আশীষ চক্রবর্তী, তরুণ ক্রীড়া উদ্যোক্তা আবির আগারওয়াল সহ তরুণ সংঘ ব্যায়ামাগারের অন্যান্য সদস্য বৃন্দগণ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের জঙ্গলমহলের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে কলকাতা,হাওড়া,দ:২৪ পরগনা, উঃ২৪ পরগনা, ক্যানিং ছাড়াও ওড়িশা-ঝাড়খন্ড এরম বিভিন্ন রাজ্যের শক্তিশালী মহিলা ফুটবল দল গুলি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। মহিলা ক্রীড়ার বিকাশ এবং জঙ্গলমহলের কন্যাশক্তিকে আরও উজ্জীবিত করাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। বৈশাখি উৎসাহে স্থানীয় মানুষজনও প্রস্তুত প্রতিযোগিতার প্রতিটি ম্যাচ উপভোগ করতে। মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট মাঠজুড়ে আয়োজিত দু’দিনের এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহের পারদ তুঙ্গে।