মুর্শিদাবাদে জওহর নবোদয় বিদ্যালয়, সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্ট-এর বিরাট সাফল্য!

মুর্শিদাবাদ নিজস্ব সংবাদদাতা : সোমবার প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্ট । তাতে অসাধারণ নম্বর অর্জন করেছে মুর্শিদাবাদে জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এ বছর মোট ৬১ জন দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, যাদের মধ্যে সবাই ফার্স্ট ডিভিশন (first division) নম্বর পেয়েছে এবং প্রায় ৯২ শতাংশ ছাত্র-ছাত্রীরা ৯০ শতাংশ এর বেশি নম্বর অর্জন করেছে। মহঃ তাইফ হোসেন মোট ৯৬. ৮০ শতাংশ নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে। এদিকে একই ভাবে সফলতা বজায় রেখেছে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা। প্রথম স্থান অধিকার করেছে জিনিয়া রহমান। তার মোট প্রাপ্ত নম্বর ৪৮৪ অর্থাৎ ৯৬.৮০শতাংশ। এ বছর মোট ৪১ জন দশম শ্রেণীর পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং তাদের মধ্যে ২৭ জন ছাত্র-ছাত্রী ৯০% এর বেশি নম্বর অর্জন করেছে। তানভীর ইশাক হক এবং ওসামা সুলতানা অঙ্কে ১০০ নম্বর পেয়েছে আর জিনিয়া রহমান বাংলায় ১০০ নম্বর পেয়েছে । জওহর নবোদয় বিদ্যালয়, মুর্শিদাবাদ একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান যা কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে উন্নত এবং বিজ্ঞান সম্মত শিক্ষা প্রদান করা হয় । অধ্যক্ষ তপন কুমার মিস্ত্রী মহাশয় ২০২২ সালে এই বিদ্যালয়ে যোগদান করেন এবং তার অনুপ্রেরণায় সাফল্যের উজ্জ্বল আলোয় প্রজ্বলিত জওহর নবোদয় বিদ্যালয়। বিদ্যালয়ের অধ্যক্ষ "তপন কুমার মিস্ত্রী " সকল ছাত্র- ছাত্রীদের শুভেচ্ছা জানান ও সাফল্য কামনা করেন।