ঝাড়গ্রাম জেলার কুলটিকরী টিচার্স ট্রেনিং কলেজ এ আয়োজিত হল আইনি সচেতনতা শিবির!

নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রাম জেলার কুলটিকরী টিচার্স ট্রেনিং কলেজ এ আয়োজিত হল আইনি সচেতনতা শিবির সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাক্তি ও বিচারকগণ। ঝাড়গ্রাম জেলা ফ্যামিলি কোর্ট এর বিচারক দেবপ্রিয় বসু,ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের সচিব ও বিচারক রিহা ত্রিবেদি, সিভিল জজ জুনিয়র ডিভিশন এর বিচারক শ্রুতি সিং মহাশয়া,সমস্টি উন্নয়ন আধিকারিক,সাঁকরাইল অভিষেক ঘোষ, ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের অফিস মাস্টার সুব্রত বারিক,ঝাড়গ্রাম সাইবার ক্রাইম এর সাব ইন্সপেক্টর নীলাদ্রি প্রামানিক,সাঁকরাইল থানার সাব ইন্সপেক্টর ত্রিদিপ ওঝা,বিশিষ্ট সমাজসেবী ও অবসারপ্রাপ্ত শিক্ষক সর্বেশ্বর মহাপাত্র এবং সাঁকরাইল এর অধিকার মিত্র কৌশিক ভুঁইয়া এবং অনুপম ঘোষ।

এই আইনি সচেতনতা শিবিরে ব্যালবিবাহ,POCSO ,ড্রাগ,সাইবার ক্রাইম,এবং ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের থেকে সাধারণ মানুষ বিনামূল্যে কি কি পরিষেবা পেতে পারেন সেই সম্মন্ধে আলোচনা করা হয়।এই শিবিরে অংশগ্রহন করেছিলেন কলেজ এর ছাত্রছাত্রী বৃন্দ,শিক্ষক শিক্ষিকাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আসা বিভিন্ন এলাকার সাধারণ মানুষ।