ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ে টোটো চালকদের পথ অবরোধ!

নিজস্ব সংবাদদাতা :  ঝাড়গ্রাম জেলা জুড়ে টোটো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে । টোটো রেজিস্ট্রেশন ও লাইসেন্সে রাজ্য সরকারের নির্ধারিত টাকার তুলনায় জেলা RTO-র অতিরিক্ত অর্থ দাবি করার অভিযোগে ক্ষুব্ধ চালকরা মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে মিছিল ও প্রতিবাদে সামিল হন। টোটো চালকদের অভিযোগ—রাস্তায় টোটো চালাতে রেজিস্ট্রেশন ও লাইসেন্স বাধ্যতামূলক বলে পরিবহণ দপ্তর নতুন নিয়ম ঘোষণা করলেও, ঝাড়গ্রাম RTO দপ্তর সেই নিয়মের তোয়াক্কা না করে “একাধিক অজুহাতে” অতিরিক্ত টাকা ধার্য করছে, যা এককালীন দেওয়া তাদের পক্ষে অসম্ভব। তাই টোটো চালকরা বাধ্য হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানান। প্রতিবাদ চলাকালীন ধর্ণা মঞ্চে উপস্থিত টোটো চালকদের সঙ্গে তৃণমূলের শ্রমিক সংগঠনের এক স্থানীয় নেতার ধাক্কাধাক্কি ও হুমকি-হেনস্তার অভিযোগ ওঠে। এতে ক্ষোভ আরও বাড়লে টোটো চালকরা রাজ্য সড়ক অবরোধ করেন। দীর্ঘসময় অবরোধে পাঁচমাথা মোড় ও সংলগ্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। আটকে পড়ে দূরপাল্লার গাড়িও—ফলে ঝাড়গ্রামের সঙ্গে বাঁকুড়া ও পুরুলিয়াগামী যোগাযোগ বিঘ্নিত হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পরে অবরোধ তুলে নেওয়া হলেও টোটো সংগঠনের পক্ষ জানানো হয়েছে—৭২ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।টোটো চালকদের বক্তব্য—“আমাদের ওপর হামলা করে বিষয়টি রাজনীতিকরণ করা হচ্ছে। সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট করে দেওয়ার চক্রান্ত চলছে।” বুধবার ১৯শে নভেম্বর ঝাড়গ্রাম SDO ও RTO , SDPO ঝাড়গ্রাম, ট্রাফিক DSP, OC এবং শ্রমিক সংগঠন INTTUC র নেতৃত্ব এবং জেলার টোটো ইউনিয়নের প্রতিনিধিদের সাথে মিটিং হয়েছে। টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত সভায় সরকারি আদেশ নামা বহাল থাকবে বলে জানানো হয়েছে।